ময়মনসিংহে র্যাব-১৪’র হানা, ১৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে র্যাব-১৪’র অভিযানে ১৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার কেওয়াটখালী রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।
অভিযান চলাকালে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী এরশাদ আলম (২৮), জেলা–শেরপুরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৪ বোতল বিদেশি মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।