1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পা ভাঙ্গার প্রতিজ্ঞা, গণধোলাইয়ের ইশারা, শ্রীপুরের রহস্যময় রাস্তা এবং এক সাংবাদিকের আতঙ্ক শ্রীপুরে ছিনতাই মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় পটিয়া শান্তিরহাটে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রেজাউল করিম নেছার      গফরগাঁওয়ের দাখিল মাদ্রাসার অবঃ সুপার মাওঃ হাজী মোঃকাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন  ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  পর্যটকদের রাত্রিযাপনের দুশ্চিন্তা দূর করতে তেঁতুলিয়া প্রশাসনের ভিন্ন উদ্যোগ ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম বিদেশে প্রশিক্ষণে, ভারপ্রাপ্ত দায়িত্বে এসিল্যান্ড তাসনীম জাহান তেঁতুলিয়ায় বোয়ালমারিতে  শিয়ালের সাথে ধাক্কা খেয়ে  মোটরসাইকেল আরোহীর মৃত্যু ময়মনসিংহে র‌্যাব-১৪’র হানা, ১৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম বিদেশে প্রশিক্ষণে, ভারপ্রাপ্ত দায়িত্বে এসিল্যান্ড তাসনীম জাহান

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম বিদেশে প্রশিক্ষণে, ভারপ্রাপ্ত দায়িত্বে এসিল্যান্ড তাসনীম জাহান

 

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নিতে দেশের বাইরে গেছেন। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) তিনি বিদেশ যাত্রা করেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইউএনও সাদিয়া ইসলাম নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন।

 

ইউএনও’র অনুপস্থিতিকালে ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

 

ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাসনীম জাহান বলেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। ইউএনও সাদিয়া ইসলাম প্রশিক্ষণে থাকাকালীন সময়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রম যেন স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। ফুলপুরবাসীর যেকোনো প্রয়োজনে আমি সর্বদা প্রস্তুত আছি।”

 

তিনি আরও বলেন, “উপজেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে আমরা সতর্ক রয়েছি। ভূমি সংক্রান্ত কাজসহ অন্যান্য জনসেবা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা হবে। আমি ফুলপুরের প্রশাসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”

 

উল্লেখ্য, ইউএনও সাদিয়া ইসলাম সরকারের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে বিদেশে গেছেন। তাঁর অনুপস্থিতিতে প্রশাসনের কার্যক্রম সচল রাখতে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অতিরিক্ত দায়িত্বে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট