মেহেরপুর পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি) পূজামণ্ডপ পরিদর্শন
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি) সদস্যরা বুধবার ১ অক্টোবর-২০২৫ রাত ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, এসময় উপস্থিত ছিলেন পিএফজির সমন্বয়কারী মুজাহিদ আল মুন্না।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে ছিলেন পিএফজির পিস অ্যাম্বাসেডর সায়্যেদাতুন নেসা নয়ন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পিএফজি সদস্য রঞ্জিত পাল বাপ্পি, সদস্য আব্দুস সাত্তার মুক্তা, মীর শিশির, পারুল আক্তার, শাহানারা বেগম বিউটি, খোরশেদ আলম দুখু, নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর সমন্বয়কারী সুমি বিশ্বাস, সহ-সমন্বয়কারী ফিরাজা আক্তার পপি, সদস্য সালমা আফরোজা সুমি ও আফরোজা পারভিন কাকুলী প্রমুখ।