“ভালুকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার”
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দৌলা গ্রাম থেকে তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাতে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা ওই গ্রামের তজিবুর রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পাশ্ববর্তী গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পরপরই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত মনোমালিন্যের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তাসলিমা।
এরই একপর্যায়ে সোমবার রাতে অভিমান করে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”