1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪১ তম বর্ষে সেরা ভাবনা ও পরিবেশ এর জন্য ছিনিয়ে নিলো – -সেরা জগৎশ্রী সম্মান ২০২৫ । ১২ তম বর্ষে সেরা ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো, সেরার সেরা জগৎশ্রী সম্মান ২০২৫ । উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে মহাসপ্তমীর পূজা   চট্টগ্রামকে নিয়ে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের বৈষম্যে মুলক আচরনের প্রতিবাদে,মানববন্ধন অনুষ্টিত। ভেড়ামারায় এনসিপি’র পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়   ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবার দাফন সম্পন্ন মেহেরপুরে প্রশাসনের অনুমতি না মেলায় বন্ধ জেমসের কনসার্ট সারদীয় দুর্গাপূজায় বীরগঞ্জে জামায়াতের বিশেষ শুভেচ্ছা ও পরিদর্শন কর্মসূচি ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবার ইন্তেকাল: জানাযা আজ বাদ যুহর সরিষাবাড়ীতে “রুপা এক্সপো কৃষক সমাবেশ” অনুষ্ঠিত

৪১ তম বর্ষে সেরা ভাবনা ও পরিবেশ এর জন্য ছিনিয়ে নিলো – -সেরা জগৎশ্রী সম্মান ২০২৫ ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

৪১ তম বর্ষে সেরা ভাবনা ও পরিবেশ এর জন্য ছিনিয়ে নিলো – -সেরা জগৎশ্রী সম্মান ২০২৫ ।

 

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ: আজ ২৯ শে সেপ্টেম্বর সোমবার, ঠিক সন্ধ্যা সাত‌ টায়, সল্টলেক এফ ই ব্লক এর সংযোগস্থলে- সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের, ৪১ তম বর্ষের ভাবনা ও পরিবেশের এর জন্য , ১৫ টি ভাবনাকে বিচারের মধ্য দিয়ে, এবং বিচারক ও সমস্ত সংবাদ মাধ্যমদের বিচারে , সেরা ভাবনা ও পরিবেশের উপর, দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায়, সেরা জগৎশ্রী সম্মান 2025 এ ভূষিত হয়েছেন । এই সম্মান পেয়ে ক্লাবের সকল সদস্যরা ও মহিলারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। সম্মান পেয়ে আনন্দে মেতে উঠেন । দুর্গার বোধনের সাথে সাথে সম্মান পেয়ে। আনন্দিত চিত্রশিল্পীরাও, যাদের কঠোর পরিশ্রমে এই ভাবনা সবার সামনে আলোকিত হয়ে উঠেছে।

 

সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন , ৪০ বছর ধরে কমিউনিটি হলে দুর্গোৎসব করতেন, এই বছর তারা এই মাঠটি পেয়ে একটি নতুন ভাবনা তুলে ধরার চেষ্টা করেছিলেন, নারীদের মনোবল বাড়াতে, নারীদের নিয়ে কিছু করতে, তাই ৪১ তম বর্ষে তাহাদের ভাবনা ছিল —“জাগরী” নারী শক্তি জেগে উঠো, তবে শুধু নারী শক্তি নয়, নারীদের সাথে সাথে পুরুষ সমাজ কেউ জেগে ওঠার কথা বলেছেন।। আর এই ভাবনায় সকল দর্শক ও এলাকাবাসীর মনে আন্দোলিত হলো নতুন কিছু শক্তি পাওয়ার।

 

ক্লাবের উদ্যোক্তা রাখি সরকার বলেন, আমরা খুব খুশি, এই খুশী এনে দিয়েছে আমাদের চিত্রশিল্পীরা, যাহারা দিনরাত পরিশ্রম করে জল বৃষ্টির মধ্যে আমাদেরকে এইরকম একটি ভাবনা চিত্রশিল্পের মধ্য দিয়ে উপহার দিয়েছেন। চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও রাজীব শূর মহাশয়, প্রথমটা আমাদের মনে একটু সংশয় ছিল কি হবে, কিন্তু চিত্রশিল্পীদের অক্লান্ত পরিশ্রমে এবং তুলির টানে আমাদের ভাবনাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন , আমরা তাহাদের কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ সংবাদমাধ্যমের কাছে, যাহারা এই ভাবনাকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদেরকে পুরস্কৃত করে আরো এগিয়ে চলার পথ দেখিয়েছেন। আমাদের মনের সাহস বাড়িয়ে দিয়েছেন, কৃতজ্ঞ আমাদের সদস্যদের কাছে, যে সকল মহিলা ও পুরুষ সদস্যরা, ৪১ বছর ধরে আমার পাশে থাকার চেষ্টা করেছেন। নতুন একটা ভাবনা এনে দিয়েছিলেন। নারী শক্তি ছড়িয়ে পড়ুক দিকে দিগন্তে ,

 

প্রখ্যাত চিত্রশিল্পী ও বিভিন্ন পুরস্কারে ভূষিত চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও রাজীব শূর বলেন, আমরা কৃতজ্ঞ ক্লাব কর্তৃপক্ষের কাছে ও সকল নারী শক্তির কাছে, যাহারা ভাবনাটা ভেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, আমরা চেষ্টা করেছি ভাবনাটাকে চিত্রের মধ্য দিয়ে তুলে ধরার, কম সময়ের মধ্যে কতটা পেরেছি জানিনা, তবে আগামী দিনে যদি সময় বেশি পাই বা দায়িত্ব দেওয়া হয়, তাহলে আরো ভালো করার চেষ্টা করব, তবে ভাবনার মধ্য দিয়ে পুরস্কৃত হওয়ায় আমরা আরো খুশি। আরো নতুন নতুন ভাবনায় নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাক এই কামনা করি। আর সকলের জন্য রইল শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, আর ভালো কাটুক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট