1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাবের শ্রীপুর উপজেলা কমিটির আহবায়ক ঘোষণা ম্যানসিটিতে যোগ দিলেন মার্ক গেইহি! শোক সংবাদঃ  রসুলপুর হাই স্কুলের শিক্ষক শংকর স্যার আর নেই।   ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়মনসিংহে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে- আদ্যাপীঠে আট‌ হাজার দুস্থকে বস্ত্র দান।  উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ! গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর  বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু  গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

নিষিদ্ধ পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা, মালামাল জব্দ ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নিষিদ্ধ পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা, মালামাল জব্দ ।

 

 

মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানাকে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে কারখানাটি বন্ধের নির্দেশ তৈরি হয়েছে ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসানসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।

আদালত সুত্র জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় মায়া এন্টারপ্রাইজ নামক একটি কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধ উৎপাদন কাজের সাথে জড়িত থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভবিষ্যতে আর এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করবে না মর্মে মুচলেকাও নেওয়া হয়েছে। এ সময় পলিথিন উৎপাদনের কাঁচামাল প্লাস্টিকের ১৫০ কেজি দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম যায়যায়দিনকে বলেন,’ অভিযানে কারখানাটি জরিমানা করাসহ এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাটিতে যাতে ভবিষ্যতে আর পলিথিন উৎপাদন করতে না পারে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়েছে। সরকারি নির্দেশনায় পরিবেশ দূষণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট