ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতির বাবার দাফন সম্পন্ন
আখলাক হুসাইন: সিলেট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরীর বাবা নূর রহমান রাহিমাহুল্লাহ রবিবার (২৮সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় সপ্তাহখানেক হাসপাতালে চিকিৎসারত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৭ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। সোমবার (২৯সেপ্টেম্বর) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নায়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
মারহুম নূর রহমানের জানাযায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. এএ তাওসিফ, সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, জামাতে ইসলামি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট জেলা জামাতের সেক্রেটারি জয়নাল আবেদীন, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাহবুব আলম, জামাতে ইসলামির গোয়াইনঘাট উপজেলা আমীর আবুল হোসেন, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিন, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদসহ জাতীয় ও স্থানীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।