1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিঃস্বার্থ ভালোবাসার মানুষ তাছলিমা আক্তার মুক্তা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত  ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় ভেড়ামারায় জুয়ার আসরে অভিযান, বিভিন্ন মেয়াদে ১৮ জনকে কারাদণ্ড। মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ময়মনসিংহে ভারতীয় মদসহ গ্রেপ্তার ০১ পঞ্চগড়ে বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনের ধানের শীষের পক্ষে মাসুদ অরুণের নির্বাচনি গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন 

পঞ্চগড়ে বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

 

পঞ্চগড় প্রতিনিধি
“আত্মসেবা নয়, মানবসেবা”—এই অঙ্গীকারকে সামনে রেখে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণোচ্ছ্বাস’–এর ১৬ বছর পূর্তি উদযাপন করা হলো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
অনুষ্ঠানের প্রাণোচ্ছ্বাস নির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, প্রাণোচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মু. মাছউদ আলম, প্রাণোচ্ছ্বাস অন্যতম নেতা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা. এসএম মাহাবুব উল আলম, শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাণোচ্ছ্বাস সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে বই পড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, সংগীত ও নাটকের মাধ্যমে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছরে প্রাণোচ্ছ্বাস কেবল সাহিত্য-সংস্কৃতির চর্চা নয়, সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও রক্তদানের মতো কার্যক্রম আয়োজন করে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রাণোচ্ছ্বাস আগামী দিনে সমাজ পরিবর্তনের বড় শক্তি হয়ে উঠবে।
বক্তারা আরো বলেন, প্রাণোচ্ছ্বাসের মতো সংগঠনগুলো সমাজে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে পথপ্রদর্শকের ভূমিকা রাখছে। এর মাধ্যমে যেমন সংস্কৃতি বিকশিত হচ্ছে, তেমনি তরুণদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও মানবিক চেতনার বিকাশ ঘটছে।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ১৬ বছরের সাফল্যগাথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় আরও শক্তিশালীভাবে সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট