1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪১ তম বর্ষের প্রতিমার শুভ উদ্বোধন হলো, সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব। গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল  ভেড়ামারায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর বড়বাজার জামে মসজিদে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ৫ দফা দাবিতে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  ওসমানীনগরের বুরুঙ্গা বাজারে বিএনপির লিফলেট বিতরণ উলিপুরে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গফরগাঁও উপজেলা নব সার্ভেয়ার প্রশিক্ষণ প্রাপ্তদেরকে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান  তেতুলিয়ায় আবারও দেখা মিললো কাঞ্চনজঙ্ঘা  ৬দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না—মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস 

৪১ তম বর্ষের প্রতিমার শুভ উদ্বোধন হলো, সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব।

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

৪১ তম বর্ষের প্রতিমার শুভ উদ্বোধন হলো, সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব।

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,

আজ ২৬ শে সেপ্টেম্বর শনিবার , ঠিক সন্ধ্যে সাড়ে ছটায়, সল্টলেক এফ ই ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের, ৪১ তম বর্ষের দুর্গা প্রতিমার শুভ সূচনা হলো, এবারে তাদের ভাবনা,-” জাগরী”

 

আজকের শুভ সূচনায় উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিমার শুভ সূচনা করলেন, রামকৃষ্ণ মিশনের স্বামীজী হরিময়ানন্দ মহারাজ,

উপস্থিত ছিলেন সবার প্রিয় অভিনেত্রী বাংলা চলচ্চিত্র জগতের সাবিত্রী চ্যাটার্জী , উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বিখ্যাত পটশিল্পী মনিমালা চিত্রকার, ফুটবল একাডেমির ফুটবল কোচ এবং ভারতী আদিবাসী সোসাইটির ভারতী মুদি, উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী বহু পুরস্কারে ভূষিত যাহাদের তুলির টানে ভাবনা ফুটিয়ে তুলেছেন, শিল্পী সুব্রত ঘোষ ও রাজীব শূর, উপস্থিত ছিলেন ক্লাবের উদ্যোক্তা, রাখী সরকার, পৃথ্বীরাজ রায়, শুভ্রা সেনগুপ্ত বসাক সহ এলাকার ও অ্যাসোসিয়েশনের সকল সদস্য অধিবাসীবৃন্দরা।

 

ফিতে কাটার মধ্য দিয়ে এবং প্রদীপ প্রজননের মধ্য দিয়ে প্রতিমার শুভ সূচনা করেন। এরপর প্রত্যেক সম্মানই অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন। এবং অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জীকে সম্মাননা প্রদান করেন। শুভ সূচনায় একটি সুন্দর নৃত্যের আয়োজন করেন।

 

ক্লাব উদ্যোক্তারা, কম সময়ের মধ্যে যে ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন, এবং যে ভাবনার নাম দিয়েছেন “জাগরী” এর মধ্য দিয়েই নারী শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাহাতে নারীশক্তি জাগরণ ঘটে। তাই ভাবনাটা কে চিত্তের ও তুলির টানির মধ্য দিয়ে এমন এলোমেলো ভাবে সাজিয়েছেন, দেবী দুর্গার মধ্য দিয়ে নারীদের বিভিন্ন চিত্ররূপ ফুটে উঠেছে, বৃষ্টির মধ্যে দুই মাসের কঠোর পরিশ্রমে শিল্পীদের আপ্রাণ চেষ্টায় আজ মণ্ডব হয়ে উঠেছে আলোকিত, তবে তারা বলেন শুধু নারী শক্তি নয়, সকল মানুষকেও এইভাবে এগিয়ে আসতে হবে, সমাজকে দূষণমুক্ত করতে হবে, কাজের মানুষের মধ্যে হিংসা হানাহানি দূর করতে হবে, সবাই যাতে একসাথে মিলেমিশে সমাজে কাটিয়ে যেতে পারে,

 

তারা আরো বলেন, আমরা দেখেছি চারিপাশে পৃথিবী জুড়ে, নারী ঘাতী, শিশু ঘাতী, মানবতা ঘাতী যে হিংস্র শাবকেরা লাফিয়ে বেড়াচ্ছে, তাদেরকে এখান থেকে একটা বার্তা দিতে চাই, যাতে মানুষের মনে একটা জাগরণ সৃষ্টি হয়।

 

তাই আমরা এই ভাবনাকে কেন্দ্র করেই মহালয়ার দিনে একটি ওপেন ক্যানভাসের আয়োজন করেছিলাম, যেখানে ৮ থেকে ৮০ বছরের শিল্পীরা তাদের ভাবনা টানের মধ্য দিয়ে তুলে ধরতে পারেন, যেখানে বিভিন্ন দেবীর আবির্ভাব হয়েছে।

 

তাই আমরা এই ভাবনার মধ্য দিয়ে, দেখাতে চেয়েছি, পৌরাণিক যুগে দেব-দেবীদের সৃষ্টি কিভাবে হয়েছিল, আস্তে আস্তে এখন দেব-দেবীদের মূর্তি কিভাবে তুলে ধরা হচ্ছে, কিন্তু আমাদের ভাবনা যায় থাকুক, আমাদের দেবীকে একচল্লিশ বছর ধরে প্রতিষ্ঠিত করা হচ্ছে সাবেকী আনায়, আমরা ৪০ বছর ধরে এফবি ব্লকের কমিউনিটি হলে পুজো করতাম, এই বছর প্রথম দেবী দুর্গাকে মন্ডপে আনা হয়েছে।

 

তবে উদ্যোক্তাদের কাছে জানা গেল, সাহারা শুধু পূজোয় করেন তা নয়, বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন, কখনো আক্রান্ত মানুষদের পাশে, কখনো বন্যা দুর্গতদের পাশে, এমনকি একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে যেখান থেকে সব সময় এলাকার মানুষ পরিষেবা পায়, বৃদ্ধ আবাসিকেরা, শুধু তাই নয় বেশ কয়েকটি হেল্পলাইন বা ফোন নাম্বার দেওয়া আছে যেখানে রাতে ভিতে কোনরকম অসুবিধে, এমনকি সবাই একসাথে মিলে একটু আড্ডার আসর বসাতে এই হেল্পলাইন, দুটি হসপিটালে সাথে যুক্ত হয়েছেন, যেখানে ফোন করলে সেই সকল হসপিটাল থেকে বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে ডাক্তার পৌঁছে যেতে পারেন। এছাড়াও পূজোতে বস্তবিতরণ ,কম্বল বিতরণ থেকে শুরু করে ভোগের আয়োজন করেন যেখানে সাধারন মানুষেরাও ভোগ গ্রহণ করতে পারে তাহারও আলাদা ব্যবস্থা রেখে থাকেন।।

 

শিল্পী চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও রাজীব শূর জানান, আমরা ক্লাব কর্তৃপক্ষের কাছে গর্বিত, তাহারা এরকম একটি ভাবনা আমাদের হাতে তুলে দিয়েছেন, এবং আমরা আপ্রাণ চেষ্টা করে জল বৃষ্টির মধ্যে তাহাদের ভাবনাটাকে তুলে ধরতে পেরেছি, সকলের কাছে আমরা ভালো বার্তা পেয়েছি, ওই একটা কথায় বলবো কোন ভাবনাও প্রচেষ্টা একার পক্ষে সম্ভব নয় সবার সহযোগিতা না থাকলে, আমি এখানে জল তুলির মধ্য দিয়ে নারী শক্তি রূপে দেবীর যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি,

 

তার একটি রুহ হল শিব ঠাকুরের কাছে দুর্গা। অশুভ শক্তিকে আলোর পথে আনা, মহিষের তীব্র আক্রমণকে দেবীর রুখে দেওয়ার শুভ শক্তি। এই ভাবেই একটি চিত্র “জাগরী” ভাবনার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি, সবাই আসুন দেখুন আপনাদের মতামত দিলে তবেই উদ্যোক্তারা ও একটি শিল্পী এগিয়ে যেতে পারে। এবং আগামী দিনের নতুন ভাবনা নিয়ে আসতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট