কবিতা নিশ্চিত ঘুম রাতে
,কবি তাছলিমা আক্তার মুক্তা
আর কি আমি পাবোরে ভাই
সেই জীবনের দেখা ,
বাবা-র হোটেলে ফ্রিতে খেতাম
আদর স্নেহে মাখা ।
দিনের বেলা স্বপ্ন আঁকতাম
নিশ্চিত ঘুম রাতে ,
ফুরফুরে মেজাজে আনন্দে
থাকতাম সারাক্ষণ মেতে।
বাবা’কে বলতাম দেখে নিয়ো
বড়ো অফিসার হবো ,
মা’কে বলতাম বুঝনা কিছুই
অভাব দূর করে দেবো ।
তোমাদের মতো আমি কি তখন
কাজ করবো ছুটে ,
কয়েকটা থাকবে কাজের লোক
দশখানা বাড়ি মোটে।
আমার কথায় হাসতো বাবা
রাগ করতো যতো মা’য় ,
পরের ঘরের দাসী তুমি মেয়ে
যতো স্বপ্ন পারিস এঁকে’যা।
এমনি করে হাজারো স্বপ্ন
প্রতিদিন যাচ্ছে ঝরে ,
দরদী বাবা-মা কোথায় এখন
আমিই বা কাদের তরে ?