৬দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না—মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস বলেন, সংগঠনের কেন্দ্র ঘোষিত ৬দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। তিনি বলেন, অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনী ভিত্তি প্রদান করতে হবে, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করতে হবে, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত করতে হবে, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিয়োগ নিশ্চিত করতে হবে। এসব দাবি আদায় করতে প্রয়োজনে সারাদেশের জনসাধারণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমআর নামাযের পর গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদ সংলগ্ন থেকে তারকারি বাজার পয়েন্টে গিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশে মিলিত হয়। উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ জহির, সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, ইসলামি যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি আমিরুল ইসলাম আমীন।
উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার প্রচার সম্পাদক তানজিল হোসাইন, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি মারজানুল আযহার জুনেদ প্রমুখ।