শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে ডিও প্রদান অনুষ্ঠান
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামের উলিপুরে শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদ্যাপন উপলক্ষে সরকারি অনুদানের ডিও (বিতরণী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব স্বপন কুমার সাহা, ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা মোঃ আতাউর রহমান, গণঅধিকার পরিষদের নেতা তানভির শুভ, এনসিপির যুগ্ম মহাসচিব মোঃ শাখাওয়াত হোসেন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা এবং সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল প্রমুখ।
বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সবধরনের সহযোগিতা দিয়ে আসছে। সমবেত প্রচেষ্টাতেই সমাজে সম্প্রীতি ও শান্তি বজায় রাখা সম্ভব।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি অনুদানের ডিও পত্র হস্তান্তর করা হয়। জানা গেছে, উলিপুর উপজেলায় মোট ১১২টি পূজামণ্ডপে এ অনুদান প্রদান করা হয়েছে।
বক্তারা আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।