1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ গফরগাঁও উপজেলা নব সার্ভেয়ার প্রশিক্ষণ প্রাপ্তদেরকে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান  তেতুলিয়ায় আবারও দেখা মিললো কাঞ্চনজঙ্ঘা  ৬দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না—মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস  সরিষাবাড়ীতে এমপি পদপ্রার্থী আরুনীর সাফল্য কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  সরিষাবাড়ীতে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও মেশিন সিলগালা ভেড়ামারায় ডিসির সাথে মতবিনিময় সভা, বাদ দিলেন মূলধারার সাংবাদিকদের। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উলিপুরে ডিও প্রদান অনুষ্ঠান পঞ্চগড়ে সাংবাদিক রুহুল আমীন গাজী স্মরণে দোয়া ও আলোচনা সভা ময়মনসিংহে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে প্রস্তুতি সভা

উলিপুরে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

উলিপুরে জামায়াত ও ইসলামী আন্দোলনের পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই সনদের আইনগত ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে কুড়িগ্রামের উলিপুরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উলিপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা আমির মাওলানা মো. মসিউর রহমান বলেন, “দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদ অনুযায়ী জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন মেনে নেবে না।”

 

অন্যদিকে, একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর উপজেলা শাখার উদ্যোগে স্টেডিয়াম মাঠ থেকে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদুল হুদার সামনে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী অধ্যাপক ডা. আক্কাস আলী সরকার। তিনি বলেন, “নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”

 

এ সময় বক্তারা বলেন, “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র”-এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী জনগণের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। বক্তারা আরও দাবি জানান, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, একাত্তরের গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার।

 

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় আন্দোলনের বিকল্প নেই।

 

দুই দলের পৃথক কর্মসূচিতে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। এসময় পুরো শহর জুড়ে মিছিল-সমাবেশ কেন্দ্রিক উত্তেজনা লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট