অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা থেকে নসিব তালুকদার (৫০) নামে এক ব্যক্তির, লাশ উদ্ধা*র করেছে পুলিশ।
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নলাপাড়া গ্রাম থেকে একটি নসিব তালুকদার ৫০ যার বর্তমান ঠিকানা গোপীনাথপুর, একটি লাশ উদ্ধার করা হয়েছে। এলাকার অনেকেই মনে করছেন মাছ চুরি করতে গিয়ে তাকে গণধোলাই দিয়ে মারা হয়েছে। কিন্তু সঠিকভাবে কেউ কিছু বলতে পারছে না। মাথায় রয়েছে কোপের চিহ্ন। আবার অনেকেই মন্তব্য করছেন তাকে দূরে কোথাও পরিকল্পিতভাবে হত্যা করে রাতের আঁধারে এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। এবং এটা চুরির দায় চাপাতে পাশে মাছের ঝালি রেখে দেওয়া হয়েছে।২৫ সেপ্টেম্বর, সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় কৃষকরা মৃতদে*হটি নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনদের খবর দেই। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।