1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাবের শ্রীপুর উপজেলা কমিটির আহবায়ক ঘোষণা ম্যানসিটিতে যোগ দিলেন মার্ক গেইহি! শোক সংবাদঃ  রসুলপুর হাই স্কুলের শিক্ষক শংকর স্যার আর নেই।   ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়মনসিংহে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে- আদ্যাপীঠে আট‌ হাজার দুস্থকে বস্ত্র দান।  উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ! গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর  বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু  গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

ভোলাহাটে ৩য় বার একই সীমানা দিয়ে নরনারী ও শিশুসহ ১৯ জন পুশইন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ভোলাহাটে ৩য় বার একই সীমানা দিয়ে নরনারী ও শিশুসহ ১৯ জন পুশইন!

 

 

 

এম.এস.আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩য় বারের মত একই সীমানা দিয়ে নরনারী ও শিশুসহ ১৯জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

 

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম সীমান্তে অবস্থিত বিজিবি কোম্পানী ক্যাম্প সংলগ্ন চামুশা গ্রামের ভিতর দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টহলরত বিজিবির সদস্যদের হাতে ধরা পড়ে।

 

আটকের পরেরদিন বুধবার ভোলাহাট থানায় আটককৃতদের সোপর্দ করা হয়েছে। বিজিবির হাতে আটককৃতদের মধ্যে-১। মোঃ আব্দুল মোতালেব (৪৭), পিতা-মৃত হোসেন আলী, গ্রাম-কালিরহাট হাজিপারা, পোস্ট- ফুলবাড়ী, থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ২। মোঃআরিফ হোসেন (৩৮), পিতা-মোঃ রওসাদ আলী মন্ডল, গ্রাম-আরশিংরিপুকুরিয়া, পোষ্ট-শুকপুকুরিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর, ৩। মোঃ হযরত আলী (২৮), পিতা-বদিউজ্জামাল, গ্রাম-মালকামরা,

পোস্ট ও থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী,

৪। মোঃলুতফর রহমান, পিতা-আমজাদ আলী,

গ্রাম-নরেন্দ্রপুর, পোষ্ট-চরহরিশপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৫। মোঃআসাদুল ইসলাম (৩৩), পিতা-মোঃ ছালাম শেখ, গ্রাম ও পোষ্ট-চরআসারিয়াদহ, থানা-গোদাগাড়ী,

জেলা-রাজশাহী, ৬। মোঃ মেহেদুল ইসলাম (২৩),

পিতা-মোঃআব্দুল মোতালেব, গ্রাম-কালিরহাট- হাজিপারা, পোষ্ট ও থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,

৭। মোঃ মোকছেদুল হক (৩০),পিতা-মোঃ সামছুদ্দিন হক, গ্রাম-দাসিয়াছড়া কালিরহাট, পোষ্ট ও থানা-ফুলবারী, জেলা-কুড়িগ্রাম, ৮। সয়ন সিকদার (২২), পিতা-মৃত সিবদাস সিকদার, গ্রাম-নতুনগ্রাম,

পোষ্ট-গাংনী, থানা ও জেলা-মাগুড়া, ৯। মোঃ আব্দুর রব (৩৭), পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-চরঘিকমলা, পোষ্ট-ঘি কমলা, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী, ১০। মোঃ দেলোয়ার হোসেন, পিতা-মোঃ মনিরুল ইসলাম,

গ্রাম-শ্রীরামপুর, পোষ্ট-গোঘরাম, থানা-গোদাগাড়ী,

জেলা-রাজশাহী, ১১। মোছাঃ জান্নাতুল ফেরদাউস (২৬), পিতা-গোলাম মোস্তফা, গ্রাম-গোপখালী,

পোষ্ট-পুকুরজনা, থানা ও জেলা-পটুয়াখালী,

১২। মোছাঃ রেহেনা বেগম, স্বামী-মন্জিল শেখ,

গ্রাম-উত্তলী, পোষ্ট ও থানা-কালিয়া, জেলা-নড়াইল,

১৩। মোছাঃ মুর্শিদা বিবি (৩৭), স্বামী-আঃ মোতালেব,

গ্রাম-কালিরহাট হাজিপাড়া, পোষ্ট ও থানা-ফুলবাড়ী,

জেলা-কুড়িগ্রাম, ১৪। মোছাঃ শরিফা বেগম (২৫),

স্বামী-মোকছেদুল হক, গ্রাম-কালিরহাট হাজিপাড়া,

পোষ্ট ও থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ১৫। মোঃ রমাজান আলী (০৩), পিতা-মোকছেদুল হক,

গ্রাম-কালিরহাট হাজিপাড়া, পোষ্ট-ফুলবাড়ী,

থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ১৬। সুমি (২৫),

স্বামী-সুজন মিয়া, গ্রাম ও পোষ্ট-নবীনগর, পোষ্ট-নবীনগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১৭। মোঃ আব্দুল্লাহ (০২ মাস), পিতা-সুজন মিয়া,

গ্রাম ও পোষ্ট-নবীনগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১৮। শাপলা আক্তার (২১), মোঃ মারুফ হোসেন, গ্রাম-ঘরকয়ারী, পোষ্ট ও থানা-ফুলপুর,

জেলা-ময়মনসিংহ, ১৯। রুহি (১৮ মাস),

মোঃ মারুফ হোসেন, গ্রাম-ঘরকুয়ারী, পোষ্ট ও থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।

 

এর আগেও গত জুলাই ও আগষ্ট ২০২৫ একই সীমানা দিয়ে ৩ দফায় ১ম ৮জন, ২য় বার ১৩ জন ও ৩য় বারে ১৯ জন। এ নিয়ে মোট ৪০জনকে ভারতীয় বিএসএফ ভোলাহাটে পুশইন করলো বলে জানা যায়।

 

ছবিক্যাপশনঃ ভোলাহাটে ৩য় বারের মত চামুশা ও চাঁনশিকারী সীমানা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ১৯ জন। এদের মধ্যে ১০জন পুরুষ, ৬জন নারী ও ৩জন শিশুর ছবি,

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট