বীরগঞ্জে ভেজালবিরোধী মোবাইল কোর্টে ১৬ হাজার টাকা জরিমানা আদায়
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি,
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর বাজার ও আশপাশের এলাকায় খাদ্যে ভেজাল প্রতিরোধে বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর আহমেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোঃ বোরহানউদ্দিন।
অভিযানে উল্লাস মোড় এলাকার সুবহানিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ১০,০০০ টাকা, কোমরপুর ফিসারি মোড়ে মাহিম বেকারিকে ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে ৩,০০০ টাকা, সাবরেজিস্ট্রি অফিস এলাকায় বিসমিল্লাহ গরুর মাংসের হোটেলকে একই ধারায় ২,০০০ টাকা এবং নিউ চিটাগং গরুর মাংসের হোটেলকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।
এসময় মোট ১৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হোটেলে ব্যবহার অযোগ্য প্লেট জব্দ ও ধ্বংস করা হয় এবং নিষিদ্ধ দ্রব্য হাইড্রোজ ও ঘনচিনি জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বীরগঞ্জ থানা ও জেলা পুলিশের সদস্যরা।