কষ্ট হলো বিফল ,তাছলিমা আক্তার মুক্তা
ধপাস করে পড়লো তাল
আশ্বিন মাসের জলে ,
ছোট বড়ো সবাই ছুটে
পাকা তালের ছলে।
বাদুড় মামা তাল খেয়েছে
শূন্য রসের আঁটি ,
বিফল হলো সকলের দৌড়
কষ্ট হলো মাটি ।
ধপাস পড়া তালের আঁটি
জলে দিলো ডুব,
পেলাম না তালের দেখা
আক্ষেপ হচ্ছে খুব।