গাজীপুর সদর উপজেলার মনিপুরে এনার্জি প্যাক ফ্যাশন লিমিটেড ঝুট গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আহত ১ আটক ৭,
বিশেষ প্রতিনিধি মোঃ মিন্টু:
আজ গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার সংলগ্নে এনার্জি প্যাক ফ্যাশন লিমিটেড এর ঝুট গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় সিকিউরিটি গার্ড সহ কয়েকজন কর্মকর্তা তাদেরকে বাধা দেয় আগুন দেওয়াতে ,
পরে তাদের উপর হামলা করে এবং জমা রাখা কাভার্ড ভ্যান গাড়িতে আগুন দেয় সে সময় হামলায় একজন গাড়ির ড্রাইভার গুরুতর আহত হন পরে তাকে এনার্জিপ্যাকের ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন।
সে সময় হামলাকারী ৭ জন ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা ও সিকিউরিটি গার্ড। এবং এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেডের ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসকে ফোন দেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায় দুজন ব্যক্তি এসে প্রশাসনের পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করার পরপরই একদল প্রায় 20 থেকে 25 জন কারখানার ভেতরে প্রবেশ করেন এরপর ঝুট গোডাউনে আগুন দেন এবং আশেপাশে কিছু মালামাল ভাঙচুর করেন।
এ সময় এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেড এর সিকিউরিটি গার্ড পুলিশকে ফোন দেয় পরে জয়দেবপুর থানার পুলিশ এসে সেখানে উপস্থিত হন ও শিল্প পুলিশের এসপি সহ কয়েকজন প্রশাসন কর্মকর্তা উপস্থিত হয়।
প্রশাসন কর্মকর্তা জানায় হামলাকারীর বিরুদ্ধে তদন্ত করে বিষয়টি নিশ্চিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।