তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জাকের পার্টির সাংগঠনিক সভা র্যালি অনুষ্ঠিত
পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!
তেঁতুলিয়ায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। তেতুলিয়া উপজেলা শাখা জাকের পার্টি আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাবান্ধা, সিপাইপাড়া বাজারে বিকেল ৫টায় এ সভা হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ফলিয়র রহমান । জাকের পার্টির কল্যান মূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য প্রদান করেন জাকির পাটির
স্থায়ী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা জাকির পার্টির সভাপতি মোঃ আইনাল হক।সে সময়ে আরও বক্তব্য প্রদান করেন জাকের পার্টি জেলার সা. সম্পাদক শাহাজাহান আলী,
জেলা সাংগঠনিক সম্পাদক সুমন রানা,জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনিসুর রহমানসহ প্রমুখ ব্যক্তি বক্তব্য রাখেন।
সে সময়ে আরো উপস্থিত ছিলেন জাকির পার্টির জেলা এবং উপজেলার সাংগঠনিক সহযোগী বিভিন্ন নেতৃত্ব বৃন্দ।
জনসভা শেষে সিপাইপাড়া বাজারে তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে
জাকের পার্টি নেতৃবৃন্দ শান্তি ওস্থিতিশীলতার আহ্বান জানিয়ে র্যালী বেড় করেন। র্যালি শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয়। উল্লেখ যে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশজুড়ে ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জাকের পার্টির ইউনিয়ন জনসভা কর্মসূচী পালন করার ঘোষণা দিয়েছে।