1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্টাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪র্থ তম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল  ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১

ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সদস্যপদ (রুকনিয়াত) ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে অধ্যাপক জসিম উদ্দিনের পক্ষে স্লোগান দেওয়া হয়। ঘটনার পরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

দলীয় সূত্র জানায়, অতীতে দু’বার এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন জসিম উদ্দিন। সে সময় একাধিক মামলায় তিনি আসামি হয়ে কারাবরণও করেন। এবার দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থী করা হয়েছে জেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামরুল হাসান মিলনকে। তবে স্থানীয় শিবিরের একটি অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে জসিম উদ্দিনকে সমর্থন জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জসিম উদ্দিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও সুনামের পরিপন্থী। এজন্য গত ১৫ সেপ্টেম্বর জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, “জামায়াত একটি সুশৃঙ্খল দল। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে দল আপোষহীন থাকবে।”

 

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীমও বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত চিঠি তাদের হাতে পৌঁছেছে।

 

এ বিষয়ে অধ্যাপক জসিম উদ্দিন জানান, “আমি শুনেছি আমার পদ স্থগিত করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী আগে আমাকে শোকজ করার কথা। যে মিছিলের কারণে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। শিবিরের কিছু ছেলে মিছিল করেছে বলে শুনেছি।”

 

দলীয় এই সিদ্ধান্তে ময়মনসিংহে ভেতরে-বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট