1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহেরপুর দারিয়াপুরে বিএনপির নির্বাচনি গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত  ১২ তম বর্ষে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির এবারের ভাবনা– “পাঁজর” ষাঁড়ের লড়াইয়ে এসে প্রাণ গেল যুবকের ! হাইকোর্টের নির্দেশ অমান্য !! ময়মনসিংহে ৪৭তম বিসিএস প্রিলির প্রস্তুতিমূলক সেমিনার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়। ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ  ফয়জুল কবির মেহেরপুর জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত পঞ্চগড়ে জমি দখলে নিতে মাদরাসা শিক্ষার্থীদের ব্যবহারের অভিযোগ পরিচালক ও সহ সভাপতির বিরুদ্ধে বোদা উপজেলার জালটাকাসহ জুয়ারিকে আটক করেছে সেনাবাহিনী সদস্য 

ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের সদস্যপদ (রুকনিয়াত) ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এর আগে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে প্রার্থী পরিবর্তনের প্রতিবাদে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে অধ্যাপক জসিম উদ্দিনের পক্ষে স্লোগান দেওয়া হয়। ঘটনার পরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

দলীয় সূত্র জানায়, অতীতে দু’বার এই আসনে জামায়াতের প্রার্থী ছিলেন জসিম উদ্দিন। সে সময় একাধিক মামলায় তিনি আসামি হয়ে কারাবরণও করেন। এবার দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থী করা হয়েছে জেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামরুল হাসান মিলনকে। তবে স্থানীয় শিবিরের একটি অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে জসিম উদ্দিনকে সমর্থন জানায়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক জসিম উদ্দিনের সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও সুনামের পরিপন্থী। এজন্য গত ১৫ সেপ্টেম্বর জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতভাবে তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, “জামায়াত একটি সুশৃঙ্খল দল। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দলীয় সিদ্ধান্তের ঊর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে দল আপোষহীন থাকবে।”

 

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীমও বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত চিঠি তাদের হাতে পৌঁছেছে।

 

এ বিষয়ে অধ্যাপক জসিম উদ্দিন জানান, “আমি শুনেছি আমার পদ স্থগিত করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী আগে আমাকে শোকজ করার কথা। যে মিছিলের কারণে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না। শিবিরের কিছু ছেলে মিছিল করেছে বলে শুনেছি।”

 

দলীয় এই সিদ্ধান্তে ময়মনসিংহে ভেতরে-বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট