
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র দয়ামীর শাখার শুভ উদ্বোধন।
হাবিবুর রহমান ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র দয়ামীর শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে দয়ামীর ডিম টাওয়ারের নিচতলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও সাব-এরিয়া জিন্দাবাজার, সিলেট-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোমিন, জোন প্রধান, গোয়ালাবাজার এবং সুমা বেগম, সহকারী জোন প্রধান, তাজপুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিম টাওয়ার ব্যবসায়ী কমিটির সভাপতি মকবুল হোসাইন, দয়ামীর বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আক্তার আলী এবং দয়ামীর বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি জুহর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দয়ামীর শাখার অফিস ইনচার্জ আনহার মিয়া। পরিচালনা করেন শামীমা বেগম অফিস ইনচার্জ তাজপুর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী, গোয়ালাবাজার অফিসের কেশিয়ার মোক্তা আহমদ, সহ ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর কর্মকর্তা ও ব্যাবসায়ী, এবং সামাজিক নেতৃবৃন্দ সহ অনেক।
বক্তারা বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের সঙ্গে জীবন বীমা সেবা প্রদান করে আসছে। দয়ামীর শাখা চালুর মাধ্যমে এ অঞ্চলের সাধারণ মানুষ আরও সহজে ও নির্ভরযোগ্য বীমা সেবা গ্রহণ করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ওসমানীনগর নিউজ
হাবিবুর রহমান