
💠বন্ধু মানে💠এম এইচ রশীদ
বন্ধু মানেই হাতে ধরে-
দুর আকাশে হারিয়ে যাওয়া।
বন্ধু মানে না বলা কথা –
অকপটে ঝর্ণার মতো বলে যাওয়া ।
বন্ধু মানে হাজার গোপন কথা-
সিন্ধু কে ভরা বক্স।
বন্ধু মানে দুষ্টুমি তে –
গোধূলির সন্ধ্যা বেলা।
বন্ধু মানে রাতের নিস্তব্ধতায়-
আশ্রয় স্থল।
বন্ধু মানে মলিন মুখে –
উচ্ছাসের নীল আকাশ।
বন্ধু মানে মন ভালোর মন্ত্র।
বন্ধু মানে শালীনতা ভেঙে-
অশালীন শব্দ নির্দিধায় বলা।
বন্ধু মানে মন খারাপের নিয়ে –
নির্ভরতার আশ্বাস।
বন্ধু মানে নির্ভরতার শক্ত দুটি হাত।
বন্ধু মানে শক্ত প্রতিরোধ।