
পরিচয়হীন দেহ: শ্রীপুরের পরিত্যক্ত ঘরে কী ঘটেছিল? ঝোপঝাড়ের আড়ালে ঢাকা পড়েছিল ঘরটি।
মোঃসুলতান মাহমুদ স্টাফ রিপোর্ট।
শ্রীপুরের রাজাবাড়ি বাজারের পশ্চিম পাশে স্টিলের ব্রিজের নিচে অযত্নে পড়ে থাকা সেই পুরনো টিনের ঘরে যে এমন এক ভয়াবহ দৃশ্য লুকিয়ে আছে, তা কেউ কল্পনাও করেনি।
শুক্রবার ভোরের আলো ফোটার আগেই চারদিকে ছড়িয়ে পড়ে এক পচা গন্ধ।
ভিতরে পড়ে ছিল একটি মানুষের দেহ কিংবা যা অবশিষ্ট আছে তার। পঁচে শুকিয়ে যাওয়া সেই দেহের অবয়ব দেখে বোঝার উপায় নেই এটি কার। তিনি কি কোনো হারিয়ে যাওয়া পথিক, নাকি কোনো নির্মম রহস্যের শিকার? অন্ধকার সেই ঘরে লুকিয়ে থাকা সত্য কি বেরিয়ে আসবে?