
রিয়াল ছেড়ে অলম্পিক লিঁও তে এন্ড্রিক
আকাশ দাশ সৈকত
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ফরাসি ক্লাব অলম্পিক লিঁওতে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক ফিলিপে।
এড্রিক রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জানা গিয়েছিলো আগেই সঙ্গে ক্লাবটির বর্তমান কোচ জাবি আলানসোর ভবিষ্যতে নিয়েও রয়েছে ধোঁয়াশা । তবে আলানসোকে নিয়ে ধোঁয়াশা থাকলেও এড্রিক যে ক্লাব ছাড়ছেন তা এখন পুরোপুরি নিশ্চিত। চলতি মৌসুমের মাঝামাঝিতে (জানুয়ারি) ধারে ফরাসি ক্লাব অলম্পিক লিঁওর হয়ে মাঠ মাতাবেন এই ব্রাজিলিয়ান ।
বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ দৈনিক এএস নিজেদের প্রতিবেদনে জানায়, রিয়াল মাদ্রিদ, লিওঁ ও এন্ড্রিক তিন পক্ষের মধ্যেই ধারে যাওয়ার চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
রিয়ালে প্রথম মৌসুমে কার্লো আনচেলত্তির অধীনে খুব বেশি সুযোগ না পাওয়া এন্ড্রিকের জন্য চলতি মৌসুমটিকে গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। তবে মৌসুমের শুরুতেই চোটের কারণে প্রথম কয়েক মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পরও জাবি আলোনসোর পরিকল্পনায় নিয়মিত জায়গা পাননি এই তরুণ ফরোয়ার্ড ।