1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু  গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি সরিষাবাড়ীতে খতমে নবুওয়াত মারকাজের শীতবস্ত্র শতাধিক লেপ বিতরণ, ৩ জনের তওবা ওসমানীনগরে ফসলি জমির মাটি কেটে পরিবেশ ধ্বংস, প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো! জমাকালো আয়োজনে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয়

৩৪ তম বর্ষে পদার্পণ করলো- শিবরামপুর ফাইভ স্টার ক্লাব, এবারের বার্তা- “তারা মা দর্শন করুন।”

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

৩৪ তম বর্ষে পদার্পণ করলো- শিবরামপুর ফাইভ স্টার ক্লাব, এবারের বার্তা- “তারা মা দর্শন করুন।”

 

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,

আজ ২৩ শে অক্টোবর বৃহস্পতিবার, সকলের সাথে পাল্লা দিয়ে, এবারে তারা বার্তা দিতে চেয়েছেন ৩৪ তম বর্ষে, “তারা মা দর্শন করুন” উনিশে অক্টোবর ঠিক সন্ধ্যা সাড়ে আটটায়, শিবরামপুর কাস্টডাঙ্গার সংযোগস্থলে, ফাইভ স্টার ক্লাবে , বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী এই প্রতিমার দ্বারদঘাটন করেন।

 

ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে প্রতিমার দ্বারদঘানট করেন, এরপর অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পড়িয়ে হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান।‌

 

শিবরামপুর ফাইভ স্টার ক্লাব প্রতিবারই, এলাকার মানুষদের আনন্দ দিতে, ছোট ছোট ছেলে মেয়েদের দীপাবলীতে খুশি করতে, চলচ্চিত্র জগতের ও সিরিয়াল জগতের অভিনেতা অভিনেত্রীদের দিয়ে শুভ সূচনা করেন প্রতিমার, এবং এলাকাবাসীর উচ্ছ্বাস ও উল্লাস দেখার মতো, সন্ধ্যা থেকে অপেক্ষা করতে থাকেন এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা ও প্রতিবেশীরা, কখন মায়ের শুভ সূচনা হবে। কয়েকদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলেমেয়েদের আনন্দ দিয়ে থাকেন।

 

শিবরামপুর ফাইভ স্টার ক্লাবের ঐতিহ্য হলো,” তারা মা”- ৩৪ বছর ধরে ক্লাবের সদস্যরা তারা মাকে পুজো করে আসছেন এবং প্রতিষ্ঠা করছেন, প্রতিমার সাথে সাথে সামঞ্জস্য রেখে, বিভিন্ন মন্দিরের আদলে থিম তৈরি করেন, তবে তারা মায়ের যে রূপ সত্যিই দেখার মতো, দর্শকের ও এলাকার মানুষের মন কেড়ে নেয়, এই ক্লাব কখনোই তারা মায়ের বদলে অন্য কোন প্রতিমাকে প্রতিষ্ঠা করেন না, এমনকি ভাবনাও তারা অন্য কিছুকে বেছে নেন না,

 

তাদের ভাবনা প্রতিমার সাথে সামঞ্জস্যকে রেখে কখনো তুলে ধরেন শিব মন্দির, কখনো তারাপীঠের মন্দির, কখনো কালীঘাটের মন্দির, কখনো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করেন।

 

শিবরামপুর ফাইভ স্টার ক্লাব, শুধু পুজো করেন তা নয়। তাহারা ছোট ছোট ছেলেমেয়েদের এমনকি বিভিন্ন এলাকার প্রতিবাদের সুযোগ করে দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এলাকার ছোট ছোট প্রতিবাদে তুলে ধরতে, এছাড়াও তারা পুজোতে ভোগ বিতরণ, ‌ লটারির আয়োজন পুজো উপলক্ষে করে থাকেন, এছাড়াও সারা বছর সমাজ মূলক কাজ করে থাকেন,

 

শিবরামপুর ফাইভ স্টার ক্লাব, প্রতিবছর বিভিন্ন সম্মানে ভূষিত হয়ে থাকেন, এবছরও তারা সম্মানে ভূষিত হয়েছেন ,সেরা প্রতিমা ও পরিবেশের উপর।

 

ক্লাবের সদস্যরা সংক্ষেপে বলেন, আমরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করি। কারণ আমাদের এই পুজোকে কেন্দ্র করে ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দে মুখর হয়ে ওঠে, এমনকি এলাকা বাসীরাও খুশি হন, তাই আমরা নিজেদের পরিশ্রম দিয়ে চেষ্টা করি এলাকার মানুষকে আনন্দ দেওয়ার, এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের আনন্দ, আমাদের সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয়। সর্বশেষে দর্শক ও এলাকাবাসীকে এবং যাহারা আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেন, সকলকে শুভ দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থাকবেন, নিজেদের সুস্থ রাখবেন, বিপদ থেকে দূরে থাকবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট