
সরিষাবাড়ীতে এমপি প্রার্থী আরুণীর পক্ষে পথ সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি: নতুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক এ প্রতিপাদ্য কে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা দাবী বাস্তবায়ন করার লক্ষে সাবেক স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রানালয়ের মন্ত্রী ও বিএনপি’র মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর কন্যা ১৪০-জামালপুর-৪(সরিষাবাড়ী)আসন থেকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সালিমা তালুকদার আরুণী’র পক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু’র বাড়ী থেকে স্থানীয় এলাকাবাসী ও ফাল্গুনী আক্তারের উদোগে তারাকান্দি ভ’য়াপুর সড়ক হয়ে জন্নাথগঞ্জ ঘাট বাজার হয়ে দৌলতপুর গ্রামে এসে পথ সভায় মিলিত হন। এ ছাড়াও পৌর সভার মন্ডলের মোড় হয়ে জিকে প্লাজা হয়ে পোষ্ট অফিস মোড়ে এসে পথ সভার নেতৃত্ব দেন রুবেল, ফারুক, লাল চান। ডোয়াইলের মাজালিয়া বাজারে পথ সভা করেন জহুরুল ইসলাম ও এরশাদ এর নেতৃত্বে। পিংনা ইউনিয়নে প্রতিদিনের ন্যায় হিরা মিয়া, বাবু, মজনু , হুমায়ুন প্রমুখ পথ সভার নেতৃত্ব দেন। উপজেলার প্রতিটি স্থানে জনসাধারনের কাছে ব্যাপক সাড়া পাচ্ছেন আরুনী।
আওনার পথ সভায় সভাপতিত্ব করেন আলহাজ¦ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন। এ ছাড়া আরও বক্তব্য রাখেন-সমাজ সেবক আমিনুল ইসলাম, ফেরদৌস আলী, মামুন মেম্বার প্রমুখ। পথ সভাটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম ফরিদ।
পথসভায় বক্তরা বলেন,“সরিষাবাড়ী মানুষ প্রয়াত নেতা আব্দুস সালাম এর প্রেরণার উৎস, আরুনী কে বিএনপি’র দলীয় মনোনয়ন পেলে প্রয়াত নেতার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন আরুনী। তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে তার হাতকে শক্তীশালী করতে সকলের দোয়া,আন্তরিক সহযোগীতা কামনা করে ধানের শীষ প্রতিকের ভোট প্রার্থনা করেন তারা।