ওসমানীনগরে ‘জাগ্রত প্রজন্ম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ওসমানীনগর(সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে সামাজিক ও মানবিক সংগঠন ‘জাগ্রত প্রজন্ম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) রাত ৮টায় সাদীপুর ড্রিম হাউস রেস্টুরেন্টের হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আনহার মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব আলী আছগর ফয়েজ সৈয়দ জহরুল আলী। উপস্থিত ছিলেন রেজুয়ান আহমেদ, বুজলু রশিদ, ফজল আহমেদ জনি, ইসলাম উদ্দিন,এমদাদ উদ্দিন,
জুহেল আহমেদ,
ওয়ায়েস আহমেদ, লুকু মিয়া, কাজী জাওয়াদ,
রুবেল আহমেদ,
আলী হোসেন, জুনেদ আহমেদ, ফয়জুল আহমেদ, পাবেল আহমেদ, সাদ্দাম আহমেদ, আমির হোসেন, নুরুল ইসলাম, আফজল হোসেন, হাবিব উল্লাহ রাহী, ফয়জুল রহমান, আলমগীর আহমেদ, আওলাদ হুসাইন,মোহন, কামরান কোরেশী, রুহুল, কাওসার, ইমরান, মারজান, অমি, সৈয়দ শামীম আহমেদ, সাহেল আহমেদ, জামাল আহমেদ, মুরসেল আহমেদ, সিয়াম, রুমান রাজ, নাইয়েম আহমেদ, রাজেল আহমেদ, বিলাল আহমেদ, জুনেদ আহমেদ। বক্তারা বলেন, “জাগ্রত প্রজন্ম” প্রতিষ্ঠার শুরু থেকেই সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানবিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সংগঠনটি অনন্য ভূমিকা পালন করছে।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।