আত্মহত্যা করা তরুণীকে মর্গে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আত্মহত্যা করা এক তরুণীকে ধর্ষণের ঘটনায় আবু সাইদ (১৯) নামে এক ডোমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) রাতে কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আবু সাইদ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে হালুয়াঘাট থানায় মরদেহ আনা-নেওয়ার কাজে নিযুক্ত ছিল।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে হাসপাতালের লাশ কাটা ঘরে এ ভয়াবহ ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত শেষে আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, গত রবিবার রাতে হালুয়াঘাট উপজেলায় ২০ বছর বয়সী এক তরুণী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয় এবং সোমবার সকালে সেটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, “ডোম আবু সাইদ ও তার এক সহকারী মরদেহটি মর্গে রেখে চলে যায়। কিছুক্ষণ পর তারা আবার ফিরে এসে চাবি নিয়ে মর্গে ঢোকে এবং মৃত তরুণীকে ধর্ষণ করে। পরে কর্তব্যরত ডোম ঘটনাটি টের পেয়ে চিকিৎসককে খবর দেয়। ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলে।”
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, আবু সাইদ জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালজুড়ে চরম ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। অনেকেই এমন অমানবিক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।