পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিবের মোটরসাইকেল চুরি।
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নং আড়িয়া ইউনিয়ন বড়গাংদিয়া, মাষ্টারপাড়া এলাকা থেকে মোঃ কেসমত আলী (৬৪) থাকা একটি মোটরসাইকেল অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে যায়।
মোঃ কেসমত আলী (৬৪) আমার প্ বড় সন্তান মোঃ হাসমত আলী (৪২) ০৮ নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতা হিসাবে চাকুরী করেন। ইং- ১৯/১০/২০২৫ তাং সন্ধ্যা অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আমার ছেলে মোঃ হাসমত আলী দৌলতপুর থানাধীন বড়গাংদিয়া মাষ্টারপাড়া আমার নিজস্ব বসত বাড়ীর সামনে আমার নামীয় লাল রঙ্গের রেজিষ্ট্রেশন করা Hero Honda CD Deluxe 100 cc মোটর সাইকেল যাহার চেসিস নং-MBLHA11E699L09282, ইঞ্জিন নং-HA11EA99L26032, রেজিষ্ট্রেশন নম্বরঃ- কুষ্টিয়া- হ-১২-৩০৩৪, যাহার মূল্য ৯৬,০৮০০/-(ছিয়ানব্বই হাজার আটশত) টাকা রেখে উক্ত বাড়ীর সামনে রেখে বাড়ীর ভিতরে চলে আসে। পরবর্তীতে সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় আমার ছেলে মোঃ হাসমত আলী, উক্ত মোটরসাইকেলটি নিতে গিয়া দেখে যে, মোটরসাইকেল টি যথা স্থানে নাই, কে বা কাহারা চুরি করিয়া নিয়া গিয়াছে। পরে আমি সহ মোঃ বজলুল হক (৪২) পিতা-মোঃ মুনছের আলী, মোঃ আব্দুল হালিম (৩৭) পিতা-মোঃ কেসমত আলী, উভয় সাং- বড়গাংদিয়া মাষ্টারপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ আশপাশের অনেক লোকজন আগাইয়া আসিলে আমার মোটরসাইকেল চুরি হইয়া গেছে ঘটনা জানায়। আমি সহ আমার ছেলে অনেক সম্ভাব্য জায়গায় খোঁজা খুঁজি করি কিন্তু মোটরসাইকেলের সন্ধান পায় নাই। আমার ও আমার ছেলের ধরনা অজ্ঞাতনামা চোর/ চোরেরা ইং ১৯/১০/২০২৫ তাং সন্ধ্যা অনুমান ০৫.৩০ ঘটিকার সময় পর হইতে সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার পূর্বে যে কোন সময়ের মধ্যে দৌলতপুর থানাধীন বড়গাংদিয়া মাষ্টারপাড়া গ্রামস্থ আমার বসত বাড়ীর সামনে থেকে আমার উপরোল্লেখিত মোটর সাইকেলটি চুরি করিয়া নিয়া যায়। চুরি যাওয়া মোটরসাইকেলের সন্ধান কাজে ব্যস্ত থাকায় এবং ঘটনার বিষয়ে আমার আত্মীয়-স্বজনদের সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।