1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পা ভাঙ্গার প্রতিজ্ঞা, গণধোলাইয়ের ইশারা, শ্রীপুরের রহস্যময় রাস্তা এবং এক সাংবাদিকের আতঙ্ক শ্রীপুরে ছিনতাই মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় পটিয়া শান্তিরহাটে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন রেজাউল করিম নেছার      গফরগাঁওয়ের দাখিল মাদ্রাসার অবঃ সুপার মাওঃ হাজী মোঃকাজী নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন  ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  পর্যটকদের রাত্রিযাপনের দুশ্চিন্তা দূর করতে তেঁতুলিয়া প্রশাসনের ভিন্ন উদ্যোগ ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম বিদেশে প্রশিক্ষণে, ভারপ্রাপ্ত দায়িত্বে এসিল্যান্ড তাসনীম জাহান তেঁতুলিয়ায় বোয়ালমারিতে  শিয়ালের সাথে ধাক্কা খেয়ে  মোটরসাইকেল আরোহীর মৃত্যু ময়মনসিংহে র‌্যাব-১৪’র হানা, ১৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দের সাথে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় ভিসি জানান যে ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে।

আজ ২০ অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তরের আয়োজনে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয় ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস – চ্যান্সেলর ড. এ এস এম আমানুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো – ভাইস চ্যান্সেলর ড. মোঃ নূরুল ইসলাম, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ শহীদুল্লাহ।

 

ভিসি ডঃ এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষ মানবশক্তি গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। আমাদের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। তাদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছি তাদের সকলের সমন্বয়ে কাজ করতে হবে। এছাড়াও প্রযুক্তির নির্ভর শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল মনিটরিং,ডিজিটাল ল্যাব তৈরী, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধির ব্যবস্থা মত গুরুত্বপূর্ণ কাজ আমরা হাতে নিয়েছি যাতে করে আমাদের শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব হয়। তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে আরও বলেন, শিক্ষকরা জ্ঞানের বীজ বপন করেন। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তুলতে হবে যাতে করে শ্রেণীকক্ষের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায় এবং একই সাথে শিক্ষকদের দলীয়করণ মুক্ত থাকতে হবে।

 

সভাপতির বক্তব্য বলেন, শিক্ষার মানোন্নয়নে যেকোনো পরামর্শ আপনারা আমাদের কাছে রাখতে পারেন। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা কখনই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা ভবিষ্যতেও এ ধরনের সভা অন্যান্য বিভাগেও করার চেষ্টা করব, যাতে করে আমরা আপনাদের কাছ থেকে সুস্পষ্ট পরামর্শ পেতে পারি।

 

এ সময় সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিগণ শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন।এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট