1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই কালী পুজো, কুমারটুলী পাড়া ও বাজারে বাজারে প্রতিমা নিতে উদ্যোক্তাদের ভীড়। ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আরুণীর লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভায় জনতার ঢল   এক কলেজে পাঁচ শিক্ষার্থীকে পড়িয়েছে ১৪ শিক্ষক, তবুও সবাই ফেল! মজা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ করতো বলরাম দাস! অবশেষে গ্রেপ্তার তফাজ্জল আলী ওয়াকফ এস্টেট নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন ফুলপুরে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামী মোঃ একলাছ উদ্দিন গ্রেফতার করেছে সিপিএসসি র‍্যাব-১৪ মেহেরপুরে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য কে “গ্রিন সিগন্যাল” ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জনগণের আকাঙ্ক্ষা নয়, নিজেদের সেফটির চিন্তায় ব্যস্ত সরকার: সারজিস

মেহেরপুরে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য কে “গ্রিন সিগন্যাল”

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

মেহেরপুরে বিএনপির সাবেক দুই সংসদ সদস্য কে “গ্রিন সিগন্যাল”

 

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুরে দুটি আসনের বিএনপির সাবেক দুই সংসদ সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দলের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনী মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, ১৮ অক্টোবর-২০২৫ শুক্রবার রাতে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে তাদের এমন নির্দেশনা দিয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাসুদ অরুণ ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জনাব আমজাদ হোসেন,বিষয়টি দলীয় মনোনয়নের গ্রিন সিগনাল হিসেবে দেখছেন তাদের ঘনিষ্ঠ কর্মীরা, তবে জেলা বিএনপির দুই শীর্ষ নেতা জানিয়েছেন, জেলা কমিটির এমন কোনো নির্দেশনা পায়নি।

চলতি বছরের ২৯ আগস্ট জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি হিসেবে জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট কামরুল হাসান, এর পর থেকেই কার্যত জেলা বিএনপি দুই ভাগে ভাগ হয়ে যায়।

সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মাসুদ অরুণ ফোনকলের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে গণসংযোগে ছিলাম, হঠাৎ রাত ১০টা ৩২ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন দিয়েছিলেন,ধানের শীষ কিভাবে বিজয়ী হবে, সে বিষয়ে কথা বলেছেন, দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

১০টা ৪৫ মিনিটে তারেক রহমানের কাছ থেকে কল পেয়েছেন বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন,তিনি জেলার গাংনী উপজেলার হিন্দা কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন, এ সময় মা-বাবার পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করেছেন, এর আগে দলীয় নেতাকর্মীরা তাঁর কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানায়, এ সময় আমজাদ হোসেন ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের ভাষ্য, ১২ অক্টোবর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর-১ আসনের তিন নেতাকে ডেকেছিলেন, তিনিসহ সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, বিশিষ্ট শিক্ষক নেতা জাকির হোসেন সেখানে যান,মহাসচিব জেলা বিএনপির বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ কাজ করতে বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নের বিষয়ে কোনো গ্রিন সিগনাল দিয়েছেন কিনা, তিনি জানেন না,জেলা কমিটির কাছে এমন নির্দেশনা আসেনি।

একই দাবি করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন ভাষ্য, ১৪ অক্টোবর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেহেরপুর-২ আসনের দুই নেতাকে ডেকেছিলেন, তিনি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন গিয়েছিলেন,দলে বিভাজন থাকলে তা মিটিয়ে ফেলতে বলেছেন, সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট