বাংলাদেশ প্রেসক্লাবের শ্রীপুর উপজেলা কমিটির আহবায়ক ঘোষণা
মোঃ মিন্টু মিয়া, জেলা প্রতিনিধি গাজীপুর:
বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গাজীপুর জেলা ও মহানগর কমিটির পিঠা উৎসব শেষে রুপসী বাংলা টিভি স্টাফ রিপোর্টার
মাহবুল আলম কে আহবায়ক ও চ্যানেল এস এর সংবাদকর্মী নাঈম হাসান কে সদস্য সচিব করে ১৫ জন বিশিষ্ট শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১৪ জানুয়ারি ২০২৫ ইং পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৭ জানুয়ারি সাংবাদিক মাহবুল আলম কে একক ভাবে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
পরবর্তীতে ২০ জানুয়ারি ২০২৫ ইং তারিখে সোমবার গাজীপুরের শিববাড়ি ঢাকা বিভাগীয় কার্যালয়ে পিঠা উৎসব শেষে ৩০ দিনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দীন সরকার, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ এফ রহমান, এবং কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের সাক্ষরিত এই আহ্বায়ক কমিটি অনুমতি দেওয়া হয়।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাঈম হাসান জানান সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্যরা কাজ করে যাচ্ছেন, আগামী ৩০ দিনের ভিতরে সৎ নিষ্ঠাবান সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ প্রেসক্লাবের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার চেষ্টা করবো।
শ্রীপুর উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক মাহবুল আলম জানান, সাংবাদিকতার শুরু থেকে আজ পর্যন্ত অসহায়, নিপীড়ন, এবং শোষিতদের পক্ষে কাজ করেছি, একাধিকবার হুমকির শিকার হয়েছি তাও সত্যের বিপরীতে অবস্থান নেয়নি। আজ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান , ও বাংলাদেশ প্রেস ক্লাবের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি ও গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মেজবাহ উদ্দীন সরকার আমাকে শ্রীপুর উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক করায় আমর দায়িত্ব আরো কয়েকগুণ বেড়ে গেছে, আমি চেষ্টা করবো নিজ অবস্থান থেকে আমার দায়িত্ব সর্বোচ্চ পালন করার চেষ্টা করবো।