ম্যানসিটিতে যোগ দিলেন মার্ক গেইহি!
আকাশ দাশ সৈকত
পাঁচ বছরের চুক্তিতে ক্রিস্টাল প্যালেস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন ইংলিশ ডিফেন্ডার মার্ক গেইহি।
মার্ক গেইহি ক্রিস্টাল প্যালেস ছাড়ছেন বিষয়টি নিশ্চিত ছিলো আগেই। তবে নতুন গন্তব্য হিসেবে কোচ ক্লাবে খেলবেন সেটিই ছিলো অজানা। প্রায় ৩৫ পাউন্ডে লিভারপুলের সাথে চুক্তির কথা থাকলেও গেইহির এজেন্ট জানিয়েছেন ২০ পাউন্ডে ম্যান সিটিতে নাম লেখাচ্ছেন ২৫ বছর বয়সী এই সেন্টার ব্যাক।
চুক্তিনামার সাক্ষরের পর গেইহি আনন্দ প্রকাশ করে বলেছেন, ‘ম্যানসিটি প্লেয়ার হতে পেরে বেশ আনন্দিত এবং অবিশ্বাস্যরকম গর্বিত বোধ করছি।’
তিনি আরও যোগ করেন, ‘এই সিদ্ধান্তটা আমার ক্যারিয়ারে এতদিন যে কঠোর পরিশ্রম করেছি, তারই চূড়ান্ত ফল। এখন আমি ইংল্যান্ডের সেরা ক্লাবে আছি এবং অবিশ্বাস্য এক দল খেলোয়াড়ের অংশ। এটা বলতে পারাটা সত্যিই ভালো লাগছে।
এইদিকে ২০২১ সালে ক্রিস্টাল প্যালেসে নাম লিখিয়ে ১৮৮ ম্যাচ খেলেছেন গেইহি। এর আগে চেলসির হয়ে মাঠ মাতিয়েছিলেন এই ডিফেন্ডার।