উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ!
আকাশ দাশ সৈকত :
উইজডেনের বিশ্বসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সদ্য সমাপ্ত হওয়া বছরে দারুণ সময় পার করেছে আন্তর্জাতিক ক্রিকেটাররা। এইবার তাদের নিয়ে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ নির্বাচন করেছে উইজডেন ক্রিকেট অ্যালমোন্যাক। যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছে মোস্তাফিজুর রহমান।
২০২৫ সালে মোস্তাফিজুর রহমান উইকেট নিয়েছেন ৫৯টি। যেখানে বোলিং ইকোনমি মাত্র ৬.৭৮। বোলিং গড় ১৮.০৩—ন্যূনতম ১৫০ ওভার করা বোলারদের মধ্যে সেরা। কোনো পেসারই তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত ছিলেন না পুরো বছরে।
একনজরে উইজডেনের বর্ষসেরা একাদশ:
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, স্যাম কারান, টিম ডেভিড, সুনিল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।