ওসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১২
হবিবুর রহমান ,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট - ঢাকা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ থেকে ১৩ জন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে উপজেলার দয়ামীর বাজারের পূর্ব পাশে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বকুল রবিদাস (২৮), শ্যামলী পরিবহনের হেলপার। তিনি ময়না রবিদাসের ছেলে। তার বাড়ি খাপন খালপাড়, থানা ওসমানীনগর, জেলা সিলেট। এম মজিবুর রহমান (৫৪), শ্যামলী পরিবহনের ম্যানেজার। তিনি হযরত আলীর ছেলে। তার বাড়ি দশাই হাওলাদারকান্দি, থানা নড়িয়া, জেলা শরীয়তপুর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটগামী শ্যামলী পরিবহন (রেজিঃ ঢাকা-মেট্রো-ব-১৪-৪২৮৬) ও ঢাকাগামী এনা পরিবহন (রেজিঃ ঢাকা-মেট্রো-ব-১২৩৫৬০) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ঢাকাগামী ইউনিক পরিবহন (রেজিঃ ঢাকা-মেট্রো-ব-১৫-২৫৬১) এর সঙ্গে শ্যামলী বাসের ধাক্কা লাগলে ইউনিক বাসটির সামান্য ক্ষতি হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে শ্যামলী ও এনা পরিবহনের যাত্রী ও স্টাফ রয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও তা নিরসনে কার্যক্রম চলমান রয়েছে।
নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়ে
১৭/০১/২০২৬