শ্রীপুরে বেড়াবাড়ী রাস্তা কেটে দখলের অভিযোগ, জনদুর্ভোগ চরমে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি।
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ী এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি সরকারি ও জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
ভুক্তভোগী আবুল হোসেন (৫৫), পিতা—ওয়াজ উদ্দিন, জানান, তার বাড়ির সামনে দিয়ে মেইন রোড পর্যন্ত যাতায়াতের জন্য তার দলিলকৃত জমির ওপর দিয়ে প্রায় ২০–২৫ বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করে আসছে এবং ইউনিয়ন পরিষদের অর্থায়ন ও সরকারি অনুদানে একাধিকবার রাস্তাটি সংস্কারও করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ওমর আলী, তার স্ত্রী লাভলী, আরও ১০–১২ জন লোক পরিকল্পিতভাবে রাস্তাটির প্রায় ১০–১২ ফুট মাটি কেটে নিয়ে গেছে। এতে রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। আমি বাধা দিলে তারা আমাকে গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেয়।”
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন,
“এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলের শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধ মানুষ চলাচল করে। রাস্তা কেটে ফেলায় এখন চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে।”
আরেক স্থানীয় নারী বাসিন্দা রহিমা বেগম বলেন,
“রাস্তাটি কেটে ফেলায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে।”
এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছেও রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করে পুনরায় জনচলাচলের উপযোগী করার জন্য আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ(ইউএনও) বলেন,
“বিষয়টি সম্পর্কে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে দেখা হবে। যদি এটি সরকারি বা জনচলাচলের রাস্তা হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।”
অন্যদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমদ (ওসি) বলেন,
“রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি ও হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে রাস্তার জমি উদ্ধার, প্রতিবন্ধকতা অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।