বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৯৮-১৯৯ শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
দূরত্ব যতই হোক, ভালোবাসা অটুট—এই মন্ত্রকে ধারণ করেই ১৯৯৮–৯৯ সেশনের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে ক্যাম্পাসের সবুজ চত্বরে।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক বেলুন ও পায়রা উড়িয়ে পূর্ণমিলনীর শুভ উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন বাকৃবি প্রক্টর প্রফেসর ডক্টর আব্দুল আলিম।
উদ্বোধনের পর কুচকাওয়াজ, আনন্দ র্যালী আর প্রাণবন্ত আড্ডায় মেতে উঠেন ১৯৯৮-১৯৯৯ সেশনের শিক্ষার্থী । হাসি গল্প স্মৃতি আর আবেগে ভরে দিনটি যেন অপরিচিত হোক দিনটি যেন পরিণত হয়েছে বন্ধুত্বের এক জীবন্ত উৎসবে উৎসবে।যেখানে সময় থেমে যায়,আর ক্যাম্পাস ফিরে পায় তার পুরনো আপন জনকে। দেশ বিদেশে নানা পেশা ও দায়িত্বে নিয়োজিত থাকা বন্ধুগণ পরিবার পরিজন নিয়ে চিরচেনা ক্যাম্পাসে সোনালী দিন গুলোকে নতুন করে রোমান্স করা।সব মিলে এযেন এক আবেগঘন মহামিলন মেলা।