আকাশ মনি বাগানের দ্বিতীয় আবর্তনের মার্কিং ও নাম্বারিং
গাজীপুর প্রতিনিধ:- মো:শাহীন আলম:
গাজীপুর জেলার শ্রীপুর রেঞ্জের আওতাধীন রাথুরা বনবিট ২০১২-২০১৩ আর্থিক সনের উডলট বাগানের দ্বিতীয় আবর্তনের গাছ কাটার প্রস্তুতি হিসেবে মারকিং কার্যক্রম শুরু হয়েছে। বনজ সম্পদ সঠিক নিয়মে আহরণ এবং সরকারি রাজস্ব নিশ্চিত করার লক্ষে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
রাথুরা বন বিট অফিসারের প্রত্যক্ষ নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। মাঠ পর্যায়ে সরাসরি তদারকি ও কাজের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ কর্মকর্তা মো:শেখ ইমদাদ সহযোগী মো আলী হোসেন । তিনি বাগান থেকে পরিপক্ক গাছগুলো চিহ্নিত করে সেগুলোতে নম্বর প্রদানের কাজ সম্পন্ন করছেন।
উডলট বাগানের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর গাছ আহরণ করে পুনরায় নতুন চারা রোপণ করা হয়। এই প্রক্রিয়ায়:
প্রতিটি গাছে নম্বর দেওয়ার মাধ্যমে সঠিক হিসাব অনুযায়ী গাছের আয়তন ও মান নির্ধারণ করে নিলামের মাধ্যমে সরকারি কোষাগারে সঠিক অর্থ জমা নিশ্চিত করা হয়।
এই আবর্তনের গাছ আহরণের পর সেখানে পুনরায় বনায়ন করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা হবে।
বিট অফিস সূত্রে জানা গেছে, বনের নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করে এই মার্কিং কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। মো:শেখ ইমদাদ নেতৃত্বে পরিচালিত এই কার্যক্রমে স্থানীয় বন রক্ষা কমিটির সদস্যরাও সহযোগিতা করছেন। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হলে শীঘ্রই নিলাম প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো বিক্রয় করা হবে।