নাজমুল পদত্যাগ না করলে খেলবে না ক্রিকেটাররা!
আকাশ দাশ সৈকত
কাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচের আগেই বোর্ড পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে কোন ধরণের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা । আজ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।
একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলাম। যার সর্বশেষ বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ,ক্ষতিপূরণ চাওয়া) এই প্রশ্ন তুলতেই পারবে না। আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি?
তবে বোর্ড পরিচালকের এমন মন্তব্য ভালোভাবে নিতে পারেনি কোয়াব । তাইতো রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, ‘একজন দায়িত্বরত বোর্ড পরিচালক কখনোই এভাবে কথা বলতে পারেন না। আমরা তাৎক্ষণিকভাবে উনার পদত্যাগ চাচ্ছি। যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।’
তিনি আরও বলেন, ‘‘ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারত্বের সঙ্গে সাংঘর্ষিক। এমনকি আমরা প্রথম বিভাগ নিয়েও বোর্ডকে অনেক সময় দিয়েছি, এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাইনি।’