বরখাস্ত আলানসো, রিয়ালের নতুন কোচ আলবেলোয়ার!
আকাশ দাশ সৈকত :
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের পর রিয়াল মাদ্রিদের প্রধান কোচ থেকে বরখাস্ত হলেন জাবি আলানসো। নতুন কোচ হিসেবে রিয়ালের দায়িত্ব নিয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার আলভারো আরবেলোয়ার।
সম্প্রতি সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে সময়টা ভালো যাচ্ছে না কোচ আলানসোর। গত নভেম্বরে লিভারপুলের কাছে হারের পর আলানসোকে কোচিং প্যানেল থেকে সরানোর জোর গুঞ্জন উঠে। তাছাড়া পরবর্তী ৮ ম্যাচে মাত্র দুটিতে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। যদিও পরে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আলোনসো দল, কিন্তু তা ক্লাব কর্তৃপক্ষকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি। শেষ পর্যন্ত স্প্যানিশ সুপার কাপের ফাইনালের এল ক্লাসিকোয় পরাজয়ে মাত্র ৩৪ ম্যাচে আলোনসো অধ্যায়ের ইতি টানে রিয়াল মাদ্রিদ।
আলানসোকে বরখাস্ত করে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে ক্লাবে আলানসোর দায়িত্বের ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রিয়াল মাদ্রিদের কিংবদন্তি একজন ফুটবলার হিসেবে আলোনসো সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন এবং সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি চিরকালই পাবেন। রিয়াল মাদ্রিদ সবসময়ই তার ঘর হয়ে থাকবে।