বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আইসিসির তিন পর্যবেক্ষণ!
আকাশ দাশ সৈকত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থকদের নিরাপত্তা বাড়াতে তিনটি পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। তবে আইসিসির এমন পর্যবেক্ষণকে অদ্ভুব এবং অযৌক্তিক বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বিকেলে বাফুফের ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বাফুফে ভবনে সৌজন্য সাক্ষাৎে যান । সেইখানে বাফুফের কর্তাদের সাথে সাক্ষাত শেষে সংবাদিকদের মুখোমুখি হোন ক্রীড়া উপদেষ্টা ।
সেইখানে ফুটবল ও বাফুফের কিছু বিষয়ে কথা বলার পর তিনি নিজেই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ সম্পর্কে বলতে যান। বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাবে।’
তবে আইসিসির এই নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব-- এর চেয়ে উদ্ভট ও অবাস্তব, অযৌক্তিক কিছু হতে পারে না।’