বেগম খালেদা জিয়া আর নেই — গণতন্ত্রের এক অমোঘ যোদ্ধার অবসান
মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি :
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: দেশের রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। �
দলীয় সূত্রে জানানো হয়েছে, ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। �
বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘ যুগ ধরে গণতন্ত্র ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনে অসংখ্য উত্থান-পতন, চ্যালেঞ্জ ও সংগ্রাম ছিল, যা বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে।
বিএনপি আজ থেকে সাত দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। দলীয় কার্যালয়সহ সর্বত্র কালো পতাকা আনা হচ্ছে এবং সমর্থকরা শোকবাড়িতে কালো ব্যাজ পরবেন। জনসাধারণ দলীয় কেন্দ্রগুলোতে শোকের বইতে সাক্ষর রেখে শ্রদ্ধা নিবেদন করছেন।
দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এক শোকবার্তায় বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি দীর্ঘকাল স্মরণ করবে।” �
দৈনিক আগামীর বাংলা, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ও বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীপুর উপজেলা শাখা এবং সাংবাদিক ঐক্য পরিষদ সাওপ এর সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর প্রতি সম্মান জানিয়ে শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। �
বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার স্থান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে—একজন দৃঢ়প্রতিজ্ঞ নেত্রী, শক্ত অবস্থানধারী প্রবর্তক এবং বিপুল রাজনৈতিক সাহসের প্রতীক হিসেবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।