চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা!
আকাশ দাশ সৈকত:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আর মাত্র কিছুদিন পর ভারত এবং শ্রীলঙ্কার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। যার জন্য ইতিমধ্যে হ্যারি ব্রুককে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে ইসিবি। সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে চোটের কারণে ছিটকে গেলেও ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরেছে জোফ্রা আর্চার। তাছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার উইল জ্যাকস। পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারানকে ও দলে ফিরিয়েছেন ইসিবি।
তবে স্কোয়াডেও জায়গা হয়নি জেমি স্মিথের। দ্য হান্ড্রেডের সেরা খেলোয়াড় ব্যাটার জর্ডান কক্স ও সিমার সনি বেকারকে নিয়ে বিশ্বকাপ দলের আলোচনা থাকলেও জায়গা করে নিতে পারেননি তাদের কেউ। তবে অ্যাশেজ সিরিজে দারুণ পারফরম্যান্স করে নির্বাচকদের নজরে পড়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন জশ টাং।
একনজরে ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড।