যশোর বাঘারপাড়া থানাধীন জয়রামপুর এলাকা হতে ১৪ টি ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ জালাল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার নাশকতাকারী মাদক কারবারি বিবিধ প্রতারক চক্র ও জাল টাকা প্রস্তুতকারীদের।
র্যাব-৬, সিপি যশোর এর একটি আভিযানিক দল গত ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রীস্টাব্দ। সময় রাত ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে যশোর জেলার। বাঘারপাড়া থানাধীন জামদিয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় জনৈক মোঃ জামাল সরদার তার নিজ বসতবাড়ীতে হাত বোমা। সদৃশ ককটেল সহ বিস্ফোরক দ্রব্যাদি নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সংরক্ষণ করেছে। সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ইং ২৯/১২/২০২৫ তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় উল্লেখিত। স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ জামাল সরদার (৫০), পিতা- মোঃ জলিল সরদার, মাতা- মোছাঃ জবেদা বেগম, সাং-জয়রামপুর, থানা- বাঘারপাড়া, জেলা- যশোরকে গ্রেফতার করে।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত। আসামির ১৪ টি ককটেল বোমাসহ দেশীয় অস্ত্র ধারালো কুড়াল ও ছুরি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামি মোঃ জামাল সরদার (৫০) এর বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত সমূহ ও আসামিকে যশোর জেলার বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়।