জাকির বদলি নিলো ঢাকা ক্যাপিটালস!
আকাশ দাশ সৈকত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচের আগেই না ফেরার দেশে পাড়ি জমান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তবে এইবার তার বদলি হিসেবে নতুন কোচ হিসেবে আশিকুর রহমান মজুমদারকে নিয়োগ দিলো ফ্র্যাঞ্চাইজিটি।
আজ সোমবার এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ ।ইতিমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন সাবেক এই বাংলাদেশি ক্রিকেটার।
ঘরোয়া লিগে কোচিংয়ের অভিজ্ঞতা আছে আশিকের। ঢাকা প্রিমিয়ার লিগের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।