গুজবের উৎসব
তাছলিমা আক্তার মুক্তা
টিভি চ্যানেল খুলতে পারিনা
আৎকে উঠি ভয়ে
হত্যা রাহাজানি ছিনতায়ের
হাজির খবর লয়ে ।
জীবন্ত মানুষ পিটিয়ে হত্যা
আগুনে পুড়ানো দগ্ধ ,
দাঁত কেলিয়ে ভিডিও করে
আমরা মানুষ মুগ্ধ ।
মরা মানুষের লাশ নিয়েও
চলছে রাজনীতির খেলা,
কবরের কঙ্কাল তুলে নিয়ে
বিচারের বসাচ্ছি মেলা ।
মনুষ্যত্বহীন মানুষ আমরা
কতোকাল দেবো পরিচয়
ক্ষমতার লোভে ছুটছি মোরা
আল্লাহ'কেও করছি না ভয়।
ভাতের চেয়ে সস্তায় মিলে
বন্দুকে থাকা গুলি ,
নীতির রাজনীতি করছি মোরা
ছাড়ছি অগাধ বুলি ।
ফেইসবুক টিকটক ইউটিউবে
গুজবের উৎসব চলি ,
সোশাল মিডিয়ায় হুমকি ধুমকি
আরও কতো যে দলাদলি ।
নিজেদের ত্রুটি অন্যের ঘাড়ে
চাপিয়ে দিতে সদা ব্যস্ত ,
ভুয়া খবরের ভিডিও দেখে
প্রতিবেশিরাও হ্যস্তন্যস্ত।
আর কতোকাল এভাবে আমরা
হয়ে থাকবো স্বৈরাচার ,
স্বাধীন বাংলায় নতুন সূর্য্যে
কবে কাটবে এ আন্ধার ।