শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজার কি তবে বিদেশের পথ?
মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট ।
আজ শুক্রবার। ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকার কথা, মানুষের মনে শান্তি থাকার কথা। কিন্তু মাওনা চৌরাস্তা থেকে এমসি বাজার পর্যন্ত ৫ মিনিটের এই পথটি আজ হঠাৎ করেই যেন এক রহস্যময় গোলকধাঁধায় পরিণত হয়েছে!
সাধারণত যে পথের ভাড়া ১০ টাকা, আজ সেই পথ পাড়ি দিতে পকেট থেকে খসছে ২০ টাকা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। সিএনজিওয়ালারা যে ডাবল ভাড়ার সংস্কৃতি চালু করেছিল, আজ বাসের কন্ডাক্টররাও সেই একই পথে হাঁটছেন।
আজকের অভিজ্ঞতা ছিল ঠিক এরকম বাসে উঠতে গেলাম, কন্ডাক্টর সরাসরি জানিয়ে দিলেন এমসি বাজার গেলে ২০ টাকা দিতে হবে। আমি অবাক হয়ে তাকাতেই উত্তর এলো উঠলে উঠেন, না উঠলে নাই!
সকাল থেকে দুপুর মুহূর্তের ব্যবধানে ১০ টাকার ভাড়া ২০ টাকা হয়ে যাচ্ছে, অথচ কোনো প্রজ্ঞাপন নেই, কোনো জ্বালানি তেলের দাম বাড়েনি।
সবচেয়ে বড় কথা হলো এই প্রকাশ্যে ডাকাতি দেখার কি কেউ নেই? মাওনা থেকে ভালুকাগামী প্রতিটি বাস এখন যেন একেকটি ম্যাজিক বক্স। আপনি কোথায় নামবেন সেটা বড় কথা নয়, আপনার পকেট থেকে কত টাকা খসানো যাবে সেটাই আসল। এই ভোগান্তি নিয়ে কথা না বললে, আগামীকাল হয়তো ১০ টাকার ভাড়া ৩০ টাকা হতেও সময় লাগবে না।