শ্রীপুরে লাইসেন্সবিহীন ফিড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ।
মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট ।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অনুমোদন ছাড়া মৎস্য খাদ্য উৎপাদনের দায়ে একটি ফিড কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেও চালা এলাকার টেপির বাড়িতে অবস্থিত ‘আমিন ফিড’ নামের কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে মাছের খাদ্য প্রস্তুত করে আসছিল। একই সঙ্গে উৎপাদনে সরকারি নির্ধারিত মান ও স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইনে কারখানার মালিকপক্ষকে অর্থদণ্ড দেওয়া হয় এবং বৈধ অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়দের একাধিক ব্যক্তি জানান, ক্ষতিকর পদ্ধতিতে সেখানে কয়েক বছর ধরে উৎপাদন চলছিল। , জনবহুল এলাকায় অবস্থিত এই কারখানা থেকে নির্গত বর্জ্য ও কাঁচামালের দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। এতে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, অননুমোদিত ও নিম্নমানের মৎস্য খাদ্য মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে এবং এর প্রভাব শেষ পর্যন্ত মানুষের স্বাস্থ্যের ওপরও পড়তে পারে। নিরাপদ খাদ্য উৎপাদনের স্বার্থে মানসম্মত ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম সাংবাদিককে জানান, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। অবৈধ ও মানহীন মৎস্য খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।