ভেড়ামারায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান
মোহন আলী স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ভেড়ামারার বিভিন্ন স্কুলে পড়ুয়া সাবেক ছাত্রদের এসএসসি ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ক্যাপ্টেনস মিট অনুষ্ঠান ।আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ভেড়ামারায় প্রথমবারের মতো দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২০০০-০৫ ভেড়ামারার বিভিন্ন স্কুলের সাবেক ৬টি ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নেবে।
গতকাল ২১শে ডিসেম্বর রবিবার ভেড়ামারার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিটি টিমের ক্যাপ্টেন,সহ-ক্যাপ্টেন, মেন্টর সহ সদস্যদের পরিচিত করে দেয়া হয়।
এছাড়াও খেলা পরিচালনার সাথে জড়িত পরিচালনা পরিষদের সদস্যদের নাম প্রকাশ করা হয়। খেলার সময় সূচিসহ বিভিন্ন দলের লোগো সম্বলিত জার্সিও প্রকাশ করা হয়।২৫ ডিসেম্বর সকাল ৮টায় ২০০২ ও ২০০৪ সালের ব্যাচের টিমের মাধ্যমে উদ্বোধন হবে ম্যাচটি। উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
২৬ তারিখ ফাইনাল অনুষ্ঠিত হবে।
এ সময় আরও উপস্থিত থাকবেন ভেড়ামারা পাইলট হাই স্কুলের প্রবীণ শিক্ষক আজিম স্যার ও বিনোদ স্যার। ভেড়ামারা কলেজের প্রিন্সিপাল আব্দুস সাত্তার ও ভেড়ামারা কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল স্যার।
লীগভিত্তিক এই টুর্নামেন্টে ২০০০ সালের ব্যাচের ক্যাপ্টেন হাসান,
২০০১ এর ক্যাপ্টেন তুহিন,
২০০২ এর ক্যাপ্টেন তাপস,
২০০৩ এর ক্যাপ্টেন শুভ,
২০০৪ এর ক্যাপ্টেন রোমান,
২০০৫ এর ক্যাপ্টেন শিশির।
অনুষ্ঠানে এসএসসি ২০০০-২০০৫ সালের শিক্ষার্থীসহ বিভিন্ন ক্রিড়াপ্রেমী ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।