চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ জাস্ট্রিন মাইলস!
আকাশ দাশ সৈকত
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জাস্ট্রিন মাইলস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর শুরু সতে বাকি আর কয়েকটা দিন। যার জন্য ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার ব্যতিক্রম নয় নতুন মালিকানায় বিপিএলে অংশ নেওয়া চট্টগ্রাম রয়্যালস। তবে টুর্নামেন্ট শুরুর আগেই প্রধান কোচের পরিবর্তন নিয়ে এসেছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছে নতুন ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে এবার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানাল চট্টগ্রাম। ৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়ে ছিলেন পারদর্শী।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে তার। খেলেছেন আইপিএল, সিপিএল, ভাইটালিটি ব্লাস্টে।